ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। এ রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
বিজ্ঞাপন
রিট আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছে। সরকারের পুরস্কার ঘোষণা সত্ত্বেও এই বিপুল অস্ত্রের উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
আইনজীবী মাহমুদুল হাসান রিটে উল্লেখ করেছেন, এই অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় ভোটার ও প্রার্থীদের জীবন মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। এর প্রমাণ হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ উসমান হাদির নিহত হওয়া ঘটনা তুলে ধরা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহও নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
রিটে আরও বলা হয়েছে, সরকার কিছু সংসদ প্রার্থীর জন্য নিরাপত্তার ব্যবস্থা করলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই পরিস্থিতিতে লুট হওয়া অস্ত্র উদ্ধার না করা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে ভোটার ও প্রার্থীদের মৌলিক ‘জীবনের অধিকার’ লঙ্ঘন হবে। তাই রিটে লুণ্ঠিত সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশ চাওয়া হয়েছে।








