Logo

বায়রার নির্বাচন স্থগিত, হাইকোর্টের আদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২০:০৪
বায়রার নির্বাচন স্থগিত, হাইকোর্টের আদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে আপাতত নির্বাচন কার্যক্রম বন্ধ থাকছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী খান মাহমুদুল হাসান।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত আচরণবিধি অনুসরণ সাপেক্ষে বায়রার নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছিল। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠির মাধ্যমে এই অনুমোদনের তথ্য জানানো হয়। চিঠিটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক এবং বায়রার প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের অনুমোদন অনুযায়ী, নির্বাচনটি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আয়োজনের কথা ছিল। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে বিষয়টি ঘিরে বিতর্ক দেখা দেয়, কারণ এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের সব ধরনের সাংগঠনিক নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। গত ১২ জানুয়ারি এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সেই নির্দেশনার মাত্র দুই দিনের মাথায় বায়রাকে নির্বাচন আয়োজনের অনুমতি দেওয়া হয়, যা নিয়ে প্রশ্ন ওঠে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD