Logo

মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জন অভিযুক্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১১:৪৪
মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জন অভিযুক্ত
ফাইল ছবি।

চব্বিশের জুলাই–আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে এসব ফরমাল চার্জ জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জুলাই–আগস্টে মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আজ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

অভিযুক্তদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD