কোহলির অবস্থান নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারো নেই: উথাপ্পা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ব্যর্থতার বলয় কিছুতেই ভাঙতে পারছেন না বিরাট কোহলি। রান যেন মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। নিজেকে খুঁজে ফেরা এই ব্যাটসম্যানকে একাদশে রাখা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। কঠিন এই সময়ে অবশ্য সতীর্থ রোহিত শর্মাকে পাশে পাচ্ছেন তিনি। সাবেক অধিনায়কের কাঁধে আস্থার হাত রেখে সমালোচকদের এক হাত নিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক।
বাজে ফর্মে থাকায় বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা তুঙ্গে। কেউ তার শেষ দেখে ফেলছেন, কেউ বা তাকে পরামর্শ দিচ্ছেন। আবার কেউ দাঁড়াচ্ছেন পাশে। ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের একহাত নিলেন ভারতের ব্যাটসম্যান রবিন উথাপ্পা।
জাতীয় দলে কোহলির ম্যাচ জেতানোর মতো সামর্থ্য এখনও আছে মনে করেন চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান। তার বিশ্বাস, আরও ৩০-৩৫টি সেঞ্চুরি নিয়ে ক্যারিয়ার শেষ করবেন ভারতের সাবেক অধিনায়ক।
তিনশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে কোহলির সেঞ্চুরি ৭০টি। শেষ শতক এসেছিল ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। তারপরও ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই উথাপ্পার মনে, ‘যখন সে (কোহলি) রান করে যাচ্ছিল, যখন সেঞ্চুরির পর সেঞ্চুরি মারছিল, তখন কেউ বলেনি তার এভাবে খেলা উচিত কিংবা ওভাবে। এখন আমি মনে করি না তাকে কীভাবে খেলতে হবে সেটা বলার অধিকার আমাদের কারও আছে। সে নিজের যোগ্যতা দিয়ে ৭০ সেঞ্চুরি করেছিল এবং নিজের যোগ্যতা দিয়ে আরও ৩০-৩৫টি সেঞ্চুরি মারবে।’
উথাপ্পার বিশ্বাস কোহলি ফর্মে ফিরবেন দ্রুত, ‘আমাদের তাকে একা ছেড়ে দিতে হবে এবং তার মতো করে ক্রিকেট খেলার সুযোগ দিতে হবে। সে জানে তার জন্য কোনটা ভালো এবং আমি বিশ্বাস করি যখন সে তার সমস্যা ধরতে পারবে, সে সেটার সমাধান করতে পারবে। আমাদের শুধু তাকে সময় দিতে হবে।’
'ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম নিয়েছেন কোহলি। এ নিয়ে সমালোচনার শেষ নেই। উথাপ্পা মনে করেন, দলে তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। তিনি বলেন, ‘সে যদি মনে করি বিরতি নিলে ভালো, তাহলে সে নিতে পারে। যদি সে মনে করেন একটি নির্দিষ্ট সিরিজ বা টুর্নামেন্ট খেলবে, তাহলে সেটা করতে দেওয়া উচিত। তার জায়গা নিয়ে প্রশ্ন তুলবেন না। সে ম্যাচ জয়ী, এটা প্রমাণিত এবং বিশ্বের সেরা। আমাদের কোনো অধিকার বা কর্তৃত্ব নেই তার ম্যাচ জেতানোর ক্ষমতা বা আমাদের দলে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলার।'
আরএক্স/