আমার প্রেমিক না ম্যাজিক দরকার: মেঘনা আলম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আমার প্রেমিক না ম্যাজিক দরকার: মেঘনা আলম

মডেল, লিডারশিপ ট্রেইনার মেঘনা আলম। ওয়ান ইয়াং ওয়ার্ল্ড- এর শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। 

মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী হয়েছিলেন তিনি। এছাড়া ‘মিস ফ্রিডম অফ দ্যা ওয়ার্ল্ড’ এ ‘মিস বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন।

রক্তদাতা এবং গ্রহীতাদের মধ্যে সমন্বয়ের কাজ করছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মেঘনা আলম। সমসাময়িক বিষয়ের পাশাপাশি পছন্দের নানা বিষয় নিয়ে শেয়ার করেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি প্রেম না করার বিষয় নিয়ে জানিয়েছেন।  

মেঘনা লিখেছেন, ভাই আমার কাউকে ভালো লাগেনাই জীবনে এইটা সত্য নয়। আমি ডেইলি কথা বলতে হবে, ধুমধাম দেখা করতে হবে কতো এনার্জি এবং প্রচেষ্টা দিতে হবে এই ভয়ে প্রেম করিনা। উনার সাথে প্রেম করার থেকে আমার নিজের টাকায় একা একা মুভি দেখতে, রেস্টুরেন্ট বসে খেতে, আলসামি করে দিনের পর দিন বই পড়তে, একা অন্য দেশে ঘুরে বেড়াতে আর দিন শেষে জায়নামাজে কাঁদতে বেশি ভালো লাগে। 

তিনি আরো লিখেন, আমার প্রেমিক না ম্যাজিক দরকার। আমি কমিটমেন্ট-রিলেশনশিপ প্রত্যশা করিনা। আমার এমন একজন দরকার যে জীবনের চেয়ে বড় কিছুর জন্য আকাঙ্ক্ষা অনুভব করে। যেমন, সমুদ্রের জলে নামলে একটা অনুভব হয়, খোলা আকাশের নিচে রাস্তায় শুয়ে থাকলে যেমন একটা অনুভব হয়। 

ওআ/