নিজের ফুসফুসের সর্বশেষ অবস্থা জানালেন আরশ খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

ধূমপান ও ভেপের ক্ষতি নিয়ে খোলাখুলি কথা বলে সম্প্রতি আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা আরশ খান। তার পোস্টে ফুসফুসের অবস্থা ‘প্রায় শেষের দিকে’ বলে উল্লেখ করায় ভক্তরা উদ্বেগে পড়েন।
তবে সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এক পোস্টে আরশ খান জানান, তিনি সুস্থ আছেন। সেখানে তিনি লেখেন—“আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে ICU পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান—এমনটা করবেন না।”
আরও পড়ুন: আবারও দেবের মুখে শুভশ্রীর নাম! কী এমন বললেন
আরশ আরও লিখেছেন, “আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ।”
এর আগে ধূমপান ও ভেপের ভয়াবহ ক্ষতির অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা সবাইকে সতর্ক করে লিখেছিলেন, “বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই।”
আরও পড়ুন: কঠিন লড়াইয়ের গল্প শোনালেন মিমি চক্রবর্তী
তিনি আরও জানান, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ ধরার চেষ্টা না করতে, কারণ এতে ফুসফুসের যে ক্ষতি হয় তা আর কোনোদিন পূরণ হয় না।
আরএক্স/