টাইগার-দিশার বিচ্ছেদে যা বললেন জ্যাকি শ্রফ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
৬ বছরের সম্পর্কের ইতি বিচ্ছেদের পথে টাইগার শ্রফ এবং দিশা পাটানি। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। কেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি বিচ্ছেদের পথে হাঁটলেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে টাইগার, দিশার যে বিচ্ছেদ সম্পন্ন, সে বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছে।
পুত্র টাইগারের সম্পর্ক ভাঙনের বিষয়ে মুখ খুলেছেন খ্যাতিমান অভিনেতা জ্যাকি শ্রফ। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘ওদের প্রেম, ওদের জীবন। দু’জনে সম্পর্কে থাকবে কি না, তা পুরোপুরি ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে আমি কোনোভাবেই নাক গলাতে চাই না।’
টাইগারের সঙ্গে দিশার সম্পর্ক ছিল একেবারে পারিবারিক পর্যায়ে। নিয়মিত টাইগারের বাসায় আসতেন অভিনেত্রী। প্রেমিকের বাবা-মা ও বোনের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কেই ইতি টানলেন তারা।
জ্যাকি শ্রফ আরও বলেছেন, ‘ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না মোটেই। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই বন্ধুত্বটা থেকে যাবে দুজনের।’
’উল্লেখ্য, ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় টাইগার শ্রফের। অন্যদিকে দিশা পাটানি বলিউড ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। তাদেরকে একসঙ্গে অভিনয় করেছেন ২০১৮ সালের ‘বাঘি ২’ সিনেমায়।’