বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা

তিন টি-টোয়েন্টির জন্য বৃহস্পতিবার (২৮ জুলাই) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা স্কোয়াডের সবাই জায়গা ধরে রেখেছেন এই সিরিজে। 

ওই টুর্নামেন্ট খেলার সময়ই চোট পেয়েছিলেন দুই পেসার। সেই চোট এখনও বয়ে বেড়াচ্ছেন তারা। চাতারার কাঁধে চোট। মুজারাবানির উরুর পেশিতে টান পড়েছে। ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গা নিজেদের জায়গা ধরে রেখেছেন। 

বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন। সূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে সোয়া ১টা থেকে। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। 

জিম্বাবুয়ের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল: রেজিস চাকাভা (উইকেটকিপার), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙউই, রিচার্ড এনগারাভা, ইনোসেন্ট কাইয়া, টনি মুনইয়োঙ্গা, তাদিওয়ানাশে মারুমানি, ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গা।

আরএক্স/