হাওয়াই ভাসছে দর্শক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
হাওয়া সিনেমার প্রথম শো- ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে আসছেন তারকারা, পাশাপাশি সাধারণ দর্শকও। এরই মধ্যে হাউসফুল প্রথম শো।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় হাওয়ার প্রথম শো শুক্রবার ১১টা ৩০ মিনিটে। সেই শো দেখতে এসেছেন অভিনেত্রী বাঁধন, মৌসুমী হামিদ, অর্ষাসহ অনেকে। আসেন সংগীতশিল্পী ইমন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাসগুপ্তসহ হাওয়াসংশ্লিষ্ট ব্যক্তিরা।
হলভর্তি দর্শক সেটা উপভোগ করছে। নায়কের এন্ট্রি সিন কিংবা ধামাকাদার কোনো গান শুরু হলো, সঙ্গে সঙ্গে দর্শকের মাঝে উপচে পড়া উচ্ছ্বাস ছড়িয়ে যায়। কিছু দর্শক চেয়ার ছেড়ে নাচতে শুরু করেন। তবে বাংলাদেশের সিনেমায় এমন ঘটনা শেষ কবে দেখা গেছে, তা মনে করে বলতে পারবেন না অধিকাংশ মানুষ।
আজ শুক্রবার (২৯ জুলাই) থেকে বলা যাবে। কারণ প্রেক্ষাগৃহের ভেতর ঝিমুনি ভাব দূর করে দিচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। সিনেমাটি ঘিরে দর্শকের উন্মাদনা নতুন মাত্রায় পৌঁছে গেছে।
শুক্রবার দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা। প্রায় সব সিনেমা হলেই প্রথম দিনের শো-গুলো হাউজফুল। বলাই বাহুল্য, ‘হাওয়া’য় ভেসে যাচ্ছে দর্শক।
সিনেমাটির গান ‘সাদা সাদা কালা কালা’ আগেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই গানের তালে প্রেক্ষাগৃহের ভেতরেই দর্শককে নাচতে দেখা গেল। স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় প্রথম প্রদর্শনীতে গানটি যখন হলের ভেতর সজোরে বাজছিল, তখন দারুণ উচ্ছ্বাস নিয়ে চিৎকার করতে করতে নেচেছে তরুণেরা। এমন একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকাল থেকেই ‘হাওয়া’ দেখার জন্য মানুষ প্রেক্ষাগৃহে ছুটছেন। দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সব দর্শক সন্তুষ্টি প্রকাশ করছেন। দেশের সিনেমায় নতুন কিছু দেখা গেল বলে মন্তব্য তাদের।
উল্লেখ্য, ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল প্রমুখ। সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে সিনেমাটির গল্প এগিয়েছে।
আরএক্স/