ইন্দোনেশিয়ায় বারে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১৯
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘর্ষের পর একটি বারে লাগানো আগুনে অন্তত ১৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) প্রাদেশিক রাজধানী সোরংয়ের পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরের দিকে এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করার পর ওই স্থানে আগুন লাগিয়ে দিলে ১৮ জন আটকা পড়েন।
পশ্চিম পুলিশের মুখপাত্র এডাম এরউইনি মেট্রো টিভিকে বলেন, শহরে যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়, তবে এত প্রাণহানি এই প্রথম।
এডাম বলেন, সোরংয়ের বিনোদন কেন্দ্রের এই রক্তক্ষয়ী ঘটনা তদন্ত করা হচ্ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়বে কিনা এখনও স্পষ্ট করা বলা যাচ্ছে না।
এদিকে, ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র দেদি প্রসেত্তো জানান, পার্শ্ববর্তী মালুকু দ্বীপ থেকে আসা দুই গ্যাংয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসএ/