২ ম্যাচ পর জিতল রিয়াল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

একটি জাতীয় লিগে দুইটি সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা সাধারনত থাকেই। লা লিগায় এই প্রতিদ্বন্দ্বিতা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে, যা এল ক্ল্যাসিকো নামে পরিচিত। আর সেই বার্সেলোনার বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর ক্লাব আমেরিকার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।
অবশেষে ইউরোপীয় চ্যাম্পিয়নদের হাতে জয় এসে ধরা দিলো। জুভেন্তাসকে ২-০ গোলে হারিয়ে প্রাক মৌসুমের প্রথম জয়টা তুলে নিয়েছে কোচ কার্লো অ্যানচেলত্তির দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের দিনে বার্সেলোনার মুখেও ফুটেছে হাসি।নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে কোচ জাভি হার্নান্দেজের দলও জিতেছে একই ব্যবধানে।
শেষ কিছু দিনে যেন আগুনে ফর্মেই আছেন কারিম বেনজেমা। আগের ম্যাচেও পেয়েছিলেন গোল, পেলেন আজও। ক্যালিফোর্নিয়ার রোজ বোলে অনুষ্ঠিত সকার চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে তার পেনাল্টি থেকেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ১-০ গোলে। এই ব্যবধানে এগিয়েই প্রথমার্ধ শেষ করে রিয়াল।
দ্বিতীয়ার্ধে দলগত প্রচেষ্টায় আরও এক গোল পায় রিয়াল। বক্সের ডান পাশ দিয়ে আক্রমণে উঠে হেসুস ভায়েহো প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে পাস দেন গোলমুখে থাকা মার্কো অ্যাসেন্সিওকে। তার গোলেই রিয়াল মাদ্রিদ ব্যবধান বাড়ায়। শেষমেশ এই লিড ধরে রেখেই প্রাক মৌসুমের প্রথম জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ যখন আগামী ১১ আগস্ট নিজেদের পরের ম্যাচে নামবে মাঠে, তখন তাদের সামনে থাকবে আনুষ্ঠানিক শিরোপা জেতার হাতছানি। উয়েফা সুপার কাপের ম্যাচে ইউরোপা জেতা আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবেন বেনজেমারা।
আরএক্স/