ফেক আইডি নিয়ে সাবধান করলেন সালাহউদ্দিন লাভলু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফেক আইডি নিয়ে সাবধান করলেন সালাহউদ্দিন লাভলু

জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। ‘সাকিন সারিসুরি’, ‘আলতা সুন্দরী’, ‘ঘরকুটুম’, ‘গরুচোর’, ‘ঢোলের বাদ্য’, ‘হাড়কিপটে’, ‘পত্রমিতালি’, ‘কবুলিয়তনামা’সহ একাধিক জনপ্রিয় নাটকের নির্মাতা সালাহউদ্দিন লাভলু।

বর্তমানে ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় নির্মাতা। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে খোলা একাধিক ফেক আইডি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে তাকে। 

জানা গেছে, সালাহউদ্দিন লাভলুর নামে কয়েকটি ফেক ফেসবুক একাউন্ট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেইসব একাউন্ট থেকেই বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে নানা ধরনের প্রতারণা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি সালাহউদ্দিনর কানেও গিয়েছে। আর তাই এমন প্রতারণা থেকে সবাইকে সাবধান করলেন সালাহউদ্দিন লাভলু। তিনি তার ফেসবুক আইডি থেকেও ঘোষণা দিয়েছেন। 

এই প্রসঙ্গে তিনি জনবাণীকে বলেন, এসব আইডি ব্যবহারকারীরা আমার নামে ফেক আইডি খুলে টাকা ও আর্থিক সাহায্য চাইছে। এটা খুবই বিব্রতকর ও বিরক্তিকর বিষয়। এদের থেকে সাবধান হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এমন ম্যাসেজ পেলে আমাকে জানাবেন কিংবা রিপোর্ট করবেন।

ওআ/