সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

হারারেতে দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের হার দেখেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে তাই জিততেই হবে সোহানদের। সেই লক্ষ্যে এই ম্যাচে দুটো পরিবর্তন এনেছে বাংলাদেশ।
বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। একাদশে এসেছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে খেলা। এই ম্যাচেও টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
একাদশে যারা, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
২৭ মাস পর খেলছেন হাসান
২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ডানহাতি পেসার হাসান মাহমুদের। এরপর তিনটি ওয়ানডে খেললেও আর কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি ২২ বছর বয়সী এ পেসার। অবশেষে প্রায় ২৭ মাস পর সুযোগ পেলেন একাদশে। মাঝে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন।
জিম্বাবুয়ে একাদশ
জয়ী একাদশ নিয়েই নেমেছে জিম্বাবুয়ে। একাদশে যারা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলে মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা ও তানাকা চিভাঙ্গা।
অধিনায়ক নুরুল হাসান জানিয়েছেন, তারা আগের ম্যাচের দুর্বল জায়গায় উন্নতি করে জয়ে ফিরতে চান। কিন্তু সোহানদের কাছে সেই উন্নতি আনার সময় কোথায়? প্রথম ম্যাচ শেষে সোহান বলেন, ‘অবশ্যই, দেখুন খুব ভালো ম্যাচ হয়েছে। আমার কাছে মনে হয় ডেথ ওভারে শেষ পাঁচ-ছয় ওভারে খুব ভালো জায়গায় বল করতে পারিনি।
আরএক্স/