বলিউডে ৩০ বছর পার কাজলের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কাজলের ৩০ বছর কেটে গেল বলিউডে। অঞ্জলির বয়সও এখন ৫০ ছুঁই ছুঁই। স্বামী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তাঁর। তবুও আজ ঐতিহাসিক জুটি হিসেবে স্বীকৃতি পান রাহুল-অঞ্জলি।বলিউডে শাহরুখ-কাজলের জুটি এখনো হার মানায় নতুন নতুন বলিউড জুটিদেরও।
আজ বলিউডে ৩০ বছর সম্পন্ন করলেন অভিনেত্রী কাজল। আর তাঁর এই যাত্রাপথে ভক্তদের ভালোবাসা, সমর্থন পেয়ে নায়িকা কৃতজ্ঞ, সেটাও জানিয়েছেন।
বিশেষ দিন উপলক্ষে কাজল এদিন তাঁর ইনস্টাগ্রামে নিজের কয়েকটি মাইলস্টোন সৃষ্টিকারী সিনেমা থেকে শুরু করে তাঁর অভিনীত কয়েকটি জনপ্রিয় চরিত্রের স্থিরচিত্রের একটি ভিডিও তৈরি করে পোস্ট করেছেন।
সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'কেউ গতকাল আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কী অনুভব করছি? সত্যিই এটিকে শব্দে তুলে ধরতে পারব না। শুধু এটাই বলব যে সবাই আমাকে এত নিঃশর্তভাবে ভালোবাসা দিয়েছে যে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ!'
কাজল অভিনীত আলোচিত সিনেমা তনুজা এবং পরিচালক শমু মুখোপাধ্যায়ের বড় কন্যা কাজল, ১৯৯২ সালে আজকের দিনেই অর্থাৎ ৩১ জুলাই মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ড্রামা ফিল্ম 'বেখুদি' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন।
পরবর্তী তিন দশক ধরে তিনি একাধিক চলচ্চিত্র গোটা দেশবাসীকে উপহার দিয়েছেন। যা সর্বকালের সেরা হিসেবেই গণ্য হয়ে থাকবে।
আরএক্স/