জাহ্নবী কাপুরের মন জুড়ে শুধুই দুই নায়ক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জাহ্নবী কাপুরের মন জুড়ে শুধুই দুই নায়ক

বলিউড এর প্রায় সব নায়েকাদের ইচ্ছা তিন খানের সঙ্গে সিনেমা করার অর্থাৎ শাহরুখ-আমির-সালমানের নায়িকা হওয়ার। শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের অন্য ইচ্ছা । জাহ্নবী অবশ্য বিষয়টি নিয়ে দোলাচলে। 

পঞ্চাশোর্ধ্ব নায়কদের সঙ্গে তাঁকে কেমন মানাবে ঠিক বুঝে উঠতে পারছেন না। সংশয় নিয়ে বললেন, ‌‌‌‌‌‌অবশ্যই খানেদের বিপরীতে অভিনয় করতে ভাল লাগবে আমার। কিন্তু তাঁরা সবাই বড় তারকা। কোথায় আমি আর কোথায় তাঁরা! এটা অদ্ভুত দেখাবে।,

বরং, জাহ্নবীর মন জুড়ে অন্য দুই নায়ক। নিজেই প্রকাশ করলেন সে কথা। পর্দায় বরুণ ধাবন এবং রণবীর কপুরের বিপরীতে তাঁকে ভাল মানাবে,। আরও বললেন, আলিয়া ভাট তাঁর অনুপ্রেরণা। 

তাঁকে প্রতিনিয়ত মেসেজ করে বিব্রত করেন বলেও এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাহ্নবী। আলিয়ার সঙ্গেও একই ছবিতে কাজ করার ইচ্ছে তাঁর প্রবল। বলেছিলেন, আলিয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ পেতে আমি মানুষ খুন করতে পারি!,

আরএক্স/