এবার দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এবার দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

মুক্তির প্রথম সপ্তাহে দেশে রেকর্ড সৃষ্টি করেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটি। এবার মুক্তি পাচ্ছে দেশের বাইরে। ওশেনিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বড় চারটি দেশে দেখানো হবে এটি। 

তথ্যটি নিশ্চিত করেছেন এই সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন।

তিনি জানান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা। এর মধ্যে আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়।

মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমাদের পরিকল্পনা বেশ বিস্তৃত। আপাতত চারটি দেশে মুক্তি পেলেও সংখ্যাটা আরও বাড়বে।’

‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ। ছবিটি ২৯ জুলাই মুক্তি পেয়েছে।

ওআ/