লুঙ্গি পরে আসায় পেলেন না ‘পরাণ’ সিনেমার টিকিট, বৃদ্ধ বাবার সন্ধানে রাজ!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


লুঙ্গি পরে আসায় পেলেন না ‘পরাণ’ সিনেমার টিকিট, বৃদ্ধ বাবার সন্ধানে রাজ!

চারদিকে এখন বাংলা সিনেমার জয়জয়কার! কোরবানির ঈদে মুক্তি পেয়েছে ত্রিভুজ প্রেমের সিনেমা ‘পরাণ’। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালকসহ অভিনয়শিল্পীদের প্রশংসা করে লিখছেন।

এদিকে আজ ঘটল একটি ভিন্ন রকম ঘটনা। লুঙ্গি পরে আসার কারনে এক বৃদ্ধকে সিনেমার টিকিট না দেবার অভিযোগ উঠেছে। 

বুধবার (৩ আগস্ট) কাওসার আহামেদ রোহন নামের একটি ফেসবুক আইডি খেকে ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, লুঙ্গি পরে আসার কারনে, ঐ বৃদ্ধ লোকের কাছে টিকিট বিক্রি করেনি একটি  সিনেমা হলের টিকিট সেলার। তার একমাত্র অপরাধ সে লুঙ্গি পরে এসেছে। 

এদিকে সেই পোস্টটি অভিনেতা শরীফুল রাজ নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে আমার টিম নিয়ে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-ছেলে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ।

উল্লেখ্য, বর্তমানে শরীফুল রাজের দুটি সিনেমা দাঁপিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে ‘পরাণ’ আর অন্যটি হচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’।

ওআ/