হার ঠেকাতে মাঠে নামছে চোট জর্জর বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


হার ঠেকাতে মাঠে নামছে চোট জর্জর বাংলাদেশ

স্কোয়াডে চোটের মিছিল। ইনফর্ম ব্যাটসম্যান লিটন দাসকে হারানো বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য, যখন কি-না বাইশ গজে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না গোটা দলের। চেনা জিম্বাবুয়ে, তুলনামূলক সহজ প্রতিপক্ষ আর সহজ নেই। টাইগারদের কাছ থেকে টি-টোয়েন্টি সিরিজটি ছিনিয়ে নিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটাও তামিম ইকবালের দলের হারে শুরু। চোটের কারণে মোস্তাফিজুর রহমানক দ্বিতীয় ম্যাচে রাখা হয়েছে বিশ্রামে।

ওয়ানডেতে উড়তে থাকা বাংলাদেশ এটা ঘুনাক্ষরেও ভাবেনি হয়তো। দক্ষিণ আফ্রিকা কিংবা উইন্ডিজকে তাদের মাটিতে ধরাশয়ী করার পর কে-ইবা এমন ভাবতে পারে। তাও যে দলটির বিপক্ষে ২০১৩ সাল থেকে টানা ১৯ ম্যাচে কোনো হার ছিল না। সেই দলটিই যেন নাস্তানাবুদ করে ছাড়লো।

হারের ক্ষতে দ্রুত প্রলেপ দিয়ে বাংলাদেশকে এবার প্রস্তুত থাকতে হবে সিরিজ বাঁচাতে। রোববার (৭ আগস্ট) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।

প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে তিনশ পেরিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ইনোসেন্ট কাইয়া-সিকান্দার রাজা বুঝিয়ে দিয়েছেন হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে এই রান পর্যাপ্ত ছিল না। সঙ্গে বাংলাদেশ শিবিরে একজন বাঁহাতি স্পিনারের অভাব ছিল। সেই আক্ষেপও ঝরেছে গুরু হেরাথের কণ্ঠে।

হেরাথ বলেন,  ‘এখন অবশ্যই চিন্তা করলে মনে হয় (দলে বাঁহাতি স্পিনার থাকলে ভালো হতো)। তবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটিকে ভুল বলব না। কারণ, যদি আগে বোলিং করতাম। তাহলে ভিন্ন হতো। পরের ম্যাচের আগে কম্বিনেশন কী হবে, সেটি ভাবতে হবে।’

‘স্পিন বোলিং কোচ হিসেবে দলে স্পিনারদের চাই আমি। তবে প্রতিপক্ষ, দলের কম্বিনেশনের কথাও ভাবতে হবে। তবে আমি নিশ্চিত তাইজুল বা নাসুম ভবিষ্যতে অবশ্যই সুযোগ পাবে এবং ভালোও করবে’-আরও যোগ করেন হেরাথ।

আজ দুই পরিবর্তন একেবারে নিশ্চিত। বাংলাদেশ থেকে উড়ে যাওয়া নাঈম শেখ-ইবাদত হোসেনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। লিটনের জায়গায় দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। আর যদি বাংলাদেশ দুই পেসার খেলায় মোস্তাফিজের জায়গায় দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। যদি তিন পেসার খেলায় তাহলে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। তখন মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে তাইজুলকে।

বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে জিম্বাবুয়ে শিবির। নিয়মিত অধিনায়ক আরভিন অভিজ্ঞ অলরাউন্ডার উইলিয়ামস না থাকার পরও তারা সিরিজে এগিয়ে থাকে নামবে। টি-টোয়েন্টি সিরিজে চাপের উপর রাখা রাজা ওয়ানডেতে যেন নিজেক ছাড়িয়ে গেলেন। সঙ্গে যোগ হলেন কাইয়া। বাংলাদেশি বোলারদের আরও শক্ত বোলিং করতে হবে ম্যাচ জিততে হলে। আর ফিল্ডারদের দিশাহীন ফিল্ডিংতো করাই যাবে না।

আরএক্স/