ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক: অবৈধভাবে সাগরপথে ইউরোপ যাওয়ার সময় শরীরের তাপমাত্রা হ্রাস পেয়ে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মৃত্যুর বিষয়ে ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এ সংক্রান্ত এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন। লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার পথে নৌকায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি অভিবাসী মৃত্যু হয়েছে।

প্রসিকিউটর বলেছেন, জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি দেখতে পান কোস্টগার্ডের সদস্যরা। পরে অবৈধ অভিবাসীদের মরদেহ উদ্ধার করে কার্যালয়ে নিয়ে এসে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছেন।

ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোরে মার্তেল্লো ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। অন্তত ২৮০ জনের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক। সূত্র: রয়টার্স।

ওআ/