প্রথম বাইসাইকেল কিকে গোল মেসির!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

মরশুমের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দু লিওনেল মেসি। ফরাসি লিগে জীবনের প্রথম বাইসাইকেল কিকে গোল করলেন তিনি। শনিবার ম্যাচে সতীর্থ লিওনার্দো পেরেদেসের পাস বুকে রিসিভ করেন মেসি।
অতীতে বহু বার বাইসাইকেল কিকে গোল করার চেষ্টা করেছেন মেসি। কোনও বারই সফল হননি। অবশেষে গোল পেলেন।
ফুটবল জীবনে ক্লাব ও দেশ মিলিয়ে প্রায় আটশোর কাছাকাছি গোল রয়েছে তাঁর। তবে কোনও দিন বাইসাইকেল কিকে গোল করতে পারেননি। শনিবার সেই আক্ষেপ ও মিটে গেল লিয়োনেল মেসির। ফরাসি ঘরোয়া লিগে ক্লেরমঁর বিরুদ্ধে বাইসাইকেল কিকে গোল করলেন তিনি। বড় ব্যবধানে জিতল তাঁর ক্লাব প্যারিস সঁ জঁ। মেসি নিজে দু’টি গোল করেছেন। একটি গোলের পাস বাড়িয়েছেন নেমারকে।
মেসির এই গোল এসেছে ম্যাচের একেবারে শেষ প্রান্তে। ৮৬ মিনিটের মাথায় সতীর্থের থেকে পাস বুক দিয়ে রিসিভ করেন তিনি। মেসি তখন গোলের দিকে পিছন ঘুরে দাঁড়িয়েছিলেন। বুক দিয়ে রিসিভ করার পরই বাঁ পায়ে বাইসাইকেল কিক মারেন গোলের উদ্দেশে। বিপক্ষ গোলকিপারকে দাঁড় করিয়ে রেখে বল গোলে ঢুকে যায়।
আরএক্স/