কিভাবে শাহিন আফ্রিদিকে সামলাবেন রোহিতরা?


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কিভাবে শাহিন আফ্রিদিকে সামলাবেন রোহিতরা?

গত বছর আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার (স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি) জিতেছেন শাহিন শাহ আফ্রিদি। এ বছর তার নেতৃত্বে প্রথমবারের মতো পিএসএল শিরোপা ঘরে তুলেছে লাহোর কালান্দার্স। বয়স মাত্র ২২! এত অল্প বয়সেই বিশ্ব ক্রিকেটে বড় নাম পাকিস্তানি এই পেসার।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে জেতে। ভারতীয় ব্যাটারদের বুকে কাঁপুনি ধরিয়ে দেন শাহিন আফ্রিদি। কেএল রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলীকে আউট করেন তিনি। 

বাঁ হাতি এই পেসারকে আবার খেলতে হবে এশিয়া কাপে, যেখানে তিন বার ভারত-পাকিস্তানের ম্যাচ হতে পারে। কিভাবে শাহিনকে সামলাবেন রোহিতরা? উপায় বাতলে দিলেন দানিশ কানেরিয়া।

বাঁ হাতি জোরে বোলারদের বিরুদ্ধে এমনিতেই ভারতীয় ব্যাটারদের দুর্বলতা রয়েছে। অতীতে পাকিস্তানের মহম্মদ আমিরও ভুগিয়েছেন কোহলীদের। তবে পাকিস্তানের প্রাক্তন বোলার কানেরিয়া বলে দিয়েছেন, শাহিনকে কিছুতেই ভয় পেলে চলবে না। 

কানেরিয়ার কথায়, “শাহিনকে ভয় পাওয়া চলবে না একদম। রোহিত শর্মা এবং বিরাট কোহলী দু’জনেই বিশ্বমানের ব্যাটার। ওদের মাথায় রাখতে হবে যে, শাহিন ফুল লেংথে বল করবে এবং সুইং করে বল ভেতর দিকে আনার চেষ্টা করবে। সে ক্ষেত্রে পা সামনে এগিয়ে নিয়ে খেললে চলবে না। শরীরের কাছাকাছি ব্যাট রেখে ওর বলের মোকাবিলা করতে হবে।”


সূত্র: আনন্দ বাজার


আরএক্স/