দুই স্ত্রী, চার সন্তানের বাবা বিয়ের প্রস্তাব দেন উর্বশীকে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
উর্বশী রাউতেলা বলিউডের অন্যতম সুন্দরী প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। মডেলিং দিয়ে শুরু করেছিলেন নিজের কেরিয়ার। তবে মডেলিং দিয়ে শুরু করলেও পরবর্তীকালে তিনি বড়পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন।
বলিউডের তারকারা কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেন, এই অভিনেত্রীও তার ব্যতিক্রমী নন। চলতি বছরেই উর্বশী রাউতেলা ‘ইন্ডিয়াস্ প্রাইড’ বা ২০২২’এর সবথেকে শক্তিশালী মহিলা হিসেবে মনোনীত হয়েছিলেন। তবে সম্প্রতি অন্য একটি কারণে চর্চায় উঠে এসেছেন তিনি।
মুম্বইয়ের এক সাক্ষাৎকারে এমনই এক অদ্ভুত প্রস্তাবের গল্প ফাঁস করলেন উর্বশী।তাঁকে প্রশ্ন করা হয়, এমন কোনও প্রস্তাব পেয়েছেন কখনও যা খুবই অদ্ভুত মনে হয়েছে?
এ প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, “হ্যাঁ, আমি এক বার এক মিশরীয় গায়কের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়, কারণ আমাদের সংস্কৃতিগত পার্থক্য ছিল।” উর্বশী জানান, সেই গায়ক বিবাহিত ছিলেন। তাঁর চার সন্তান এবং দুই স্ত্রী ছিলেন।
২০১৩-এ একটি রোম্যান্টিক কমেডি ‘সিংহ সাব দ্য গ্রেট’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় উর্বশীর। যে ছবিতে সানি দেওল, অমৃতা রাওয়ের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেন তিনি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর প্রথম আন্তর্জাতিক মিউজিক অ্যালবাম।
আরএক্স/