ডেঙ্গু জ্বরে আক্রান্ত কঙ্গনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সোমবার (৮ আগস্ট) পরীক্ষা-নিরীক্ষার তার ডেঙ্গু শনাক্ত হয়। অসুস্থ শরীর নিয়েও শুটিং করছেন এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার কঙ্গনার ডেঙ্গু ধরা পড়ে। তার রক্তে শ্বেতকণিকা কমে গেছে। তার শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে। এ পরিস্থিতিতেও ‘ইমার্জেন্সি’ সিনেমার শুটিং করছেন তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মসের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘যখন তোমার ডেঙ্গু জ্বর হয়, রক্তে শ্বেতকণিকার পরিমাণ মারাত্মকভাবে কমে যায়, শরীরে প্রচণ্ড জ্বর নিয়ে তুমি কাজ করছো। এটাকে প্যাশন বলে না, এটি পাগলামি।’
‘ইমার্জেন্সি’ সিনেমায় কঙ্গনা রানাউতকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর ভূমিকায়। সিনেমাতে কঙ্গনা তুলে ধরবেন ১৯৭১ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত টানা ২১ মাস যে ভারতে জরুরি অবস্থা জারী ছিল সেই ঘটনা। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
ওআ/