পুত্রসন্তানের বাবা-মা হলেন রাজ-পরীমনি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পুত্রসন্তানের বাবা-মা হলেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি।
বুধবার (১০ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিকাল ৫টা ৩৬ মিনিটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরীমনি।
বাবা হওয়ার খবর জানিয়ে রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।’ ছেলে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শরিফুল রাজ।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনি। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
ওআ/