ছেলের ছবি প্রকাশ করলেন পরীমনি, জানালেন নাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ছেলের ছবি প্রকাশ করলেন পরীমনি, জানালেন নাম

পুত্র সন্তানের মা হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নবজাতক সন্তানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। সেখানে তার ছেলের নামও জানিয়েছেন ভক্তদের।

ছেলেকে প্রকাশ্যে এনে ছবির ক্যাপশনে পরী লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীর প্রেম হয়। তারপর ২০২১ সালের অক্টোবরে রাজকে বিয়ে করেন পরীমনি। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি (সোমবার) হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। এরপর পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন রাজ-পরী।

ওআ/