নির্বাচন কমিশন আইন ও নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রিজভী
31Shares

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন আইন ও নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ...
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন আইন ও নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন ইসি পুনর্গঠন নিয়ে অবৈধ সরকারের পক্ষে রাষ্ট্রপতির সংলাপ জনগণের সাথে বিশ্বাসঘাতকার শামিল।
আজ (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, অভিভাবক হিসেবে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়টি রাষ্ট্রপতির উপলব্ধি করা উচিত। বর্তমান সরকারের সকল অপকর্মের জন্য একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন রিজভী।
বিজ্ঞাপন
এর আগে, রুহুল কবির রিজভী দলের প্রতিষ্ঠাতার সমাধিতে খুলনা মহানগর ও জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।