ধর্ম ব্যবহার করে ভোট দাবি করা আচরণবিধি লঙ্ঘন: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেছেন, যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে, তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির ৬০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
আরও পড়ুন: বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি
সেলিমা রহমান বলেন, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই “লেভেল প্লেইং ফিল্ড নেই” এমন অভিযোগ করা হচ্ছে, যা সঠিক নয়। তিনি মনে করান, বিএনপি দেশের মানুষের পক্ষে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম চালিয়ে এসেছে, তাই জনগণ দলের ওপর আস্থা রাখছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি। দেশের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে ফ্যাসিবাদীরা আবার ক্ষমতায় ফিরে আসতে পারে।
সেলিমা রহমান সব সারাদেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। তিনি দলের সমর্থকদের সতর্ক ও সক্রিয় থাকার গুরুত্বও উল্লেখ করেন, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীভাবে এগিয়ে যায়।








