Logo

বিএনপি নেতার মৃত্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৪
বিএনপি নেতার মৃত্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর অমানবিক নির্যাতনের পর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের আইনের প্রতি চরম অবমাননা।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে, এটিই জনগণের প্রত্যাশা। কিন্তু ডাবলুর হত্যা কোনোভাবেই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।

মির্জা ফখরুল অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সেনাপ্রধানের হস্তক্ষেপের অনুরোধ জানান। তিনি বলেন, এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD