Logo

গণভোটে ‘না’ জিতলে ব্যর্থ হয়ে যাবে জুলাই অভ্যুত্থান: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৮:১৯
গণভোটে ‘না’ জিতলে ব্যর্থ হয়ে যাবে জুলাই অভ্যুত্থান: নাহিদ
নাহিদ ইসলাম | ফাইল ছবি

গণভোটে ‘না’ ভোট বিজয়ী হলে দেশে আগের রাজনৈতিক ব্যবস্থা বহাল থাকবে এবং এর মাধ্যমে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোট উপলক্ষে প্রচারণামূলক গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, একটি বিশেষ দল প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তার ভাষায়, ‘না’ ভোট পাস হলে পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, তা বাস্তবায়ন হবে না।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাদের দলকে ভোট না-ও দেন, তবুও দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। কারণ ‘না’ জয়ী হলে যে শক্তি ক্ষমতায় আসবে, তারা স্বৈরাচারী ধারারই প্রতিনিধিত্ব করবে।

তিনি এই ভোটকে আগামী কয়েক দশকের জন্য দেশের গতিপথ নির্ধারণকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এবং জনগণকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়েও এমন অনিয়মের নজির দেখা গেছে, যা প্রশাসনিক দুর্বলতারই প্রমাণ।

তিনি দাবি করেন, ১১ দলীয় জোট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। একই সঙ্গে তিনি বলেন, অতীতে ১০ টাকায় চাল দেওয়ার মতো জনপ্রিয় স্লোগান তুলে ধরে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সস্তা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আজ থেকেই সারাদেশে দলটির প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে গণভোটে জনসমর্থন আদায়ের লক্ষ্যে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রচারণামূলক গাড়ি উদ্বোধন করা হয়। দলটির নেতারা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD