তুরাগে বিস্ফোরণ: একে একে মারা গেলেন দগ্ধ ৮ জনই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর তুরাগে রিকশার গ্যারেজ ও ভাঙ্গাড়ি দোকানে বিস্ফোরণে ৮ জন দগ্ধের মধ্যে বেচে থাকা চিকিৎসাধীন মো. শাহীন (২৬) আইসিইউতে মারা গেছেন। এতে করে দগ্ধ ৮ জনের সকলেই একে একে মারা গেলেন। তিনি পেশায় রিকশা চালক ছিলেন। তার শরীরের ৫০% শতাংশ দগ্ধ হয়েছিল।
চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাত ৯ টা ৫০ মিনিটে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় বিস্ফোরণে আটজন দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারা হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫), আল আমিন (৩০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)।
মর্মান্তিত এ দুর্ঘটনায় তাদের সবাই এখন না ফেরার দেশে।
ওআ/