বরখাস্ত কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ রাজীবুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক নিয়ে বিবৃতি
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে শেখ রাজীবুল হাসানকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন মনে হওয়ায় তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশের কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক নিয়ে বিবৃতি

গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার পথ কি হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের
