বাংলাদেশের কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩০ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


বাংলাদেশের কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি অ্যান জ্যাকবসন।


সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: বরখাস্ত কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান


ট্র্যাসি অ্যান জ্যাকবসন বলেন, “আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনারের প্রচেষ্টাকে সমর্থন করি। তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ তৈরি করছেন। তবে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট ফলাফলকে সমর্থন করে না, সেটি একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত।”


তিনি আরও বলেন, নানা গুজব ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের মধ্যে আমরা এখানে এসেছি শোনার জন্য, শেখার জন্য এবং বোঝার জন্য। আমরা আশা করি আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি গণতান্ত্রিক সরকারের জন্ম দেবে, যা বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে।


আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক নিয়ে বিবৃতি


এর আগে দুপুর সোয়া ২টা থেকে এক ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।


এএস