ভারতের বিরুদ্ধে নামার আগে কী প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভারতের বিরুদ্ধে নামার আগে কী প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান!

ফুটবলে যেমন ব্রাজিল-আর্জেন্টিনা, ক্রিকেটে তেমনি সব ম্যাচের সেরা ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ। চিরবৈরী দুই পড়শির বাইশ গজের লড়াই মাঠের সীমানা ছাড়িয়ে নাড়া দেয় সব কিছুতেই। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। ভারত-পাকিস্তান ম্যাচ এখন শুধু আইসিসির টুর্নামেন্ট গুলোতেই দেখা যায়। দীর্ঘ বিরতির পর দুই দল মুখোমুখি হবে বলে এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের মাত্রা থাকে তুঙ্গে। 

এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাবর আজমরা। জিমে সময় কাটাচ্ছেন তাঁরা।

সামনেই এশিয়া কাপ। প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে প্রস্তুতিতে কোনও কমতি রাখতে চাইছেন না বাবর আজমরা। নিজেদের ফিটনেসের উপর জোর দিয়েছেন তারা। জিমে অনেকটা সময় কাটাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের ক্রিকেটারদের একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, জিমের মধ্যে বাবর আজম, মুহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, ইমাম উল হকরা রয়েছেন। তাঁরা বিভিন্ন ধরনের শরীরচর্চা করছেন। বাবরকে ট্রেডমিলে দৌড়াতে দেখা যাচ্ছে। রিজওয়ান ডাম্বেল তুলছেন। বাকিরাও কোনও না কোনও কিছু করছেন। তাঁদের সঙ্গে দলের ফিজিক্যাল ট্রেনার রয়েছেন। তিনি বাবরদের শরীরচর্চার দিকে নজর রাখছেন।

আরএক্স/