গার্ডার চাপায় নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন মোড়ে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার চাপায় প্রাইভেটকারের যাত্রীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সরকার প্রধান।
এর আগে সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হন। আহত হয়েছেন দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ওআ/