ভারতীয় ওয়ানডে দলে শাহবাজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

আগামী ১৮ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে শুরু হচ্ছে ভারত বনাম জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডে রয়্যাল লন্ডন কাপ খেলার সময় কাঁধে চোট পাওয়ায় জিম্বাবুয়ে সফর থেকে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদকে ভারতীয় দলে নেওয়া হয়েছে। খবর ক্রিকবাজের।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই ঘোষণা দিয়েছে।
২৭ বছর বয়সী অলরাউন্ডার শাহবাজ আহমেদ ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ৪৭.২৮ গড়ে ৬৬২ রান করেছেন এবং ৪.৪৩ ইকোনমিতে ২৪ উইকেট নিয়েছেন। শাহবাজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নিয়মিত সদস্য ছিলেন।
ভারতীয় দল
কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও শাহবাজ আহমেদ।
এসএ/