নতুন ক্লাবে দ্যুতি ছড়িয়ে ছুটে চলছেন ডি মারিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ঠিক ফাইনালের আগে, ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার পরম কাঙ্ক্ষিত ফাইনালের আগে, সকাল ১১টায় তৎকালীন ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে এক চিঠি পান আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়া। ইনজুরির কারণে সেমিফাইনাল মিস করা ডি মারিয়া মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন ফাইনালের জন্য। পেইন কিলার খেয়ে খেলবেন, এমনটাই পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই চিঠি পেয়েই এলোমেলো হয়ে গেল সব।
চিঠিতে বলা হয়েছে, ডি মারিয়াকে যেন কোনোভাবেই খেলানো না হয় ফাইনালে।
জার্সি ও দল বদলেছে কিন্তু বদলায়নি আনহেল ডি মারিয়া। নতুন ক্লাবে এসেও ডি মারিয়া তার সহজাত দ্যুতি ছড়িয়ে ছুটে চলেন আপন গতিতে। পিএসজির হয়ে গোলের মধ্যেই ছিলেন, আর্জেন্টিনার হয়েও মাঠে নামলেই গোলের দেখা পান, এবার ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিয়ে অভিষেকেই গোল করে এবং করিয়ে শুরু করলেন নতুন মৌসুম।
ডি মারিয়ার দ্যুতিময় পারফরম্যান্সে ভর করে বড় জয় দিয়ে মৌসুম শুরু করেছে জুভেন্টাস।
অভিষেকে জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম গোল পেতে মাত্র ২৬ মিনিট অপেক্ষা করতে হয় তাকে। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে ‘তুরিনের বুড়ি’দের হয়ে গোলের খাতা খোলেন তিনি।
আর্জেন্টাইন ফরোয়ার্ডের এক গোলের সঙ্গে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের জোড়া গোলে সাসুলোকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ের সুবাস পেয়েছে তারা।
গোল করেই ক্ষান্ত হননি, ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক পাসে ভ্লাহোভিচের গোল বানিয়েও দিয়েছেন। অবশ্য অভিষেকের শেষটা সুখকর হয়নি ডি মারিয়ার। অ্যাবডাক্টর চোট নিয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। চোট কতটা গুরুতর, সেটা অবশ্য এখনো জানা যায়নি।
আরএক্স/