ভারতের পুরো টিম নার্ভাস: ঋষভ পন্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভারতের পুরো টিম নার্ভাস: ঋষভ পন্ত

২০২১ সালের নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় জানানোর বার্তা দিয়ে ফেলেছিল ভারত। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ধরাশায়ী হয় বিরাট কোহলির দল।

সেই ব্যর্থতা ভুলে এই শো পিস ইভেন্টে ফেভারিট দল হিসেবে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রোহিত শর্মা অ্যান্ড কোং। গতবারের থেকে এবারের টিমে অনেক পরিবর্তন থাকছে।

কয়েকদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে নেমে পড়বে টিম ইন্ডিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেতাব ধরে রাখার মরিয়া প্রচেষ্টা চালাবে তাতে সন্দেহ নেই। তার উপর (২৮আগস্ট) রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সব মিলিয়ে মাসের শেষে এশিয়া কাপ নিয়ে সমর্থকদের উৎসাহ তুঙ্গে। 

এরপর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবর-নভেম্বর মাসে। বড় টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট প্রেমীদের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে এখন থেকেই। 

হাতে আর দু’মাসও সময় নেই। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, স্নায়ুর চাপ বাড়ছে। বলেছেন ভারতীয় দলের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ। শুধু ঋষভই নন, দলের সকলেরই অবস্থাটা এক। 

বিশ্বকাপ নিয়ে চারিদিকে যত আলোচনা। এক একটা দিন যত এগোচ্ছে টিম ইন্ডিয়ার সদস্যরা নার্ভাসনেস অনুভব করছেন। পন্থের কথায়, “চাপ তো থাকেই। আসন্ন বিশ্বকাপ ঘিরে পুরো টিম অল্প হলেও নার্ভাস। একইসঙ্গে টিম হিসেবে আমরা একশো শতাংশ উজাড় করে দিতে পছন্দ করি। ব্যক্তিগতভাবে এবং টিম হিসেবে একশো শতাংশ দেওয়াই লক্ষ্য। আশা করি, ফাইনাল পর্যন্ত পৌঁছাব এবং দলের জন্য যেটা করা প্রয়োজন সেটুকু করতে পারব।”

আইকনিক এমসিজিতে সমর্থকদের সামনে ব্যাটে ঝড় তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ঋষভ। গাব্বায় ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে দলের জয়ে ব্যাট হাতে ফের অবদান রাখতে চান ঋষভ।

আরএক্স/