এশিয়া কাপে নতুন বাংলাদেশকে দেখা যাবে: পাপন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এশিয়া কাপে নতুন বাংলাদেশকে দেখা যাবে: পাপন

এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন বাংলাদেশকে দেখা যাবে বলে ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, টি-টোয়েন্টির অতীতের গ্লানি ভুলে এশিয়া কাপ থেকেই বদলে যাওয়া এক দল দেখতে চাইছেন তারা। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন দেখতে আসেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেও।  তবে কি পরিবর্তন আসবে তা নিয়ে সুনির্দিষ্ট ধারণা দেননি তিনি।

টি-টো‌য়ে‌ন্টি‌তে প‌রিবর্তনের ডাক। সা‌কিব, মুশ‌ফিকরা হতে চান তার কান্ডারি। মিরপু‌রে তপ্ত রোদে প্রতি‌দিন তাই ক‌ঠোর অনুশীলন। বি‌সি‌বি তাদের পা‌শে আছে জানান দি‌তে ছু‌টির দি‌নে হোম অব‌ ক্রিকে‌টে সভাপ‌তি নাজমুল হাসান।

বোর্ড প‌রিচালক ও ব্যাটিং কোচ জে‌মি সিডন্স‌কে নি‌য়ে ক্রিকেটার‌দের স‌ঙ্গে মাঠে দাঁ‌ড়িয়ে একদফা, ক্যাপ্টেন সা‌কি‌বের স‌ঙ্গে ড্রেসিংরু‌মে আরেক দফা আলোচনা করেছেন বি‌সি‌বি বস। কি কথা হ‌লো?

ভালো ফলাফলের জন্য তাই দলের আমূল পরিবর্তনের আশা বোর্ড প্রধান নাজমুল হাসানের। গণমাধ্যমে তিনি বলেন, “আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা আসলে টি-টোয়েন্টিতে অত ভালো দল না। কে প্রতিপক্ষ এটা বড় কথা না, আমাদের দলটা আসলে অত শক্তিশালী না। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে, টোটাল চিন্তাধারা মাইন্ডসেট হুট করে চেঞ্জ করে ফেলতে চাইছি। আর সেটা এই এশিয়া কাপ থেকে। আমরা দেখতে চাচ্ছি, নতুন করে ফ্রেশ স্টার্ট করা যায় কিনা।”

তিনি বলেন, “আসলে প্লেয়ার যে আমাদের নাই, এমন না। প্লেয়ার আছে। কিন্তু টি-টোয়েন্টির জন্য আমাদের মাইন্ডসেটটা একটা বদলাতে হবে। যদি আমরা জিততে চাই, ভালো করতে চাই তাহলে টোটাল মাইন্ডসেট বদলাতে হবে।”

পাপন বলেন, “এই ফরম্যাটে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। আমরা এখানে ১৩০-৪০ করে হয়ত একটা ম্যাচ জিতে যাব একদিন। তবে এটা হতে পারে না। আমাদের ১৮০-২০০ করতে হবে। এটা আমাদের সবসময় মাথায় রেখেই খেলতে হবে।” 

বিসিবি সভাপতি বলেন, “এখন আমাদের যে মাইন্ডসেট চলছে, সে মাইন্ডসেটে অত রান করার মতো লক্ষণ আমরা দেখছি না। এটা খেলার মধ্যেও আমরা দেখতে পাই না। সেজন্য এটাকে কী করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম।”

তিনি বলেন, “এশিয়া কাপ কিন্তু হালকা কিছু না। বিশ্বকাপের পর এটা ধরা যায়। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুব হতাশার ছিল। হুট করে আমরা সেখান থেকে বেরুতে পারব কিনা জানি না। তবে আমাদের মাথায় যদি ওইরকম চিন্তা থাকে যে, যদি আমরা উন্নতি করতে চাই, নতুন কিছু করতে চাই। এই চিন্তাটা যদি আমরা এশিয়া কাপ থেকে শুরু না করি তবে বিশ্বকাপে গেলে তো আমরা খারাপ করবো।”

নাজমুল হাসাপ পাপন বলেন, “সেজন্য আমরা একটা আমূল পরিবর্তন; মাইন্ডসেট থেকে শুরু করে সবকিছু একটা নতুন চিন্তা-ভাবনা করতে চাই।”

উল্লেধ্য, ২৭ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। আর সেই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অতীতের গ্লানি এবং জরা কাটিয়ে নতুন শুরু করবে বাংলাদেশ, এই আশা বিসিবি বসের মতো সকল ভক্তেরও।

এসএ/