অধিনায়কত্বের সময় সেরা একাদশ ঠিক করেন সাকিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অধিনায়কত্বের সময় সেরা একাদশ ঠিক করেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার ও দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অধিনায়করা অনেক সময় দল গঠনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন না। এমনকি ইতোপূর্বে দেখা গেছে মাঠের অনেক সিদ্ধান্তও অধিনায়ক নিয়েছেন কোচের নির্দেশে। কিন্তু দেশের এই পোস্টার বয় যখন অধিনায়ক তিনিই সর্বেসর্বা।

তাইতো টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সাকিবকে দেওয়ার আগে বিসিবি এই ক্রিকেটারের শর্ত মেনে নিতে বাধ্য হয়। যেখানে সাকিব জানিয়েছেন, “দল গঠনে কিংবা সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাকিবকে দিতে হবে পূ্র্ণ স্বাধীনতা।”

বোর্ড সব মেনেই টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়েছে সাকিবকে। দলে সাকিবের প্রভাব বুঝাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের একটা কথাই যথেষ্ট। 

আজ (১৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে পাপন জানিয়েছেন, টাইগারদের সেরা একাদশ ঠিক করবেন অধিনায়ক সাকিবই।

জাতীয় দলের এই ক্রিকেটারের প্রভাব নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘না। সাকিবের কোনো সমস্যা নেই। একটা জিনিস মনে রাখবেন, সাকিব যখন অধিনায়ক হয় কে কোচ বা কে না এটা নিয়ে কোনো ইস্যু হয় না। সেরা একাদশ ওই (সাকিব) ঠিক করে। এটা তো বোঝা উচিত আপনাদের। ও (সাকিব) ওর মতো ঠিক করে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই ওইখানে হয়তো কোচের সঙ্গে পরামর্শ করে। কিন্তু কোচও প্রাধান্য দেয় অধিনায়ককে সেরা একাদশের ক্ষেত্রে। খেলার পরিকল্পনা কি হবে এটা হয়তো ব্যাখ্যা করে দেয়। ওইটা ব্যাখ্যা করতে পারে। এটা তো যে কেউই বাদ দিতে পারে। আমাদের যদি হেড কোচ নাও থাকে ওইখানে খালেদ মাহমুদ সুজনও করে, ওখানে জালাল ইউনুস থাকলে সেও করবে।’

আসন্ন এশিয়া কাপ থেকে শুরু হবে সাকিবের টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের তৃতীয় মেয়াদ। বিশ্বকাপের কারণে চলতি বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২৭ আগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টে সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে বদলে যাওয়ার মিশনে নামবে বাংলাদেশ।

এসএ/