রাবাদার বোলিং তোপে আড়াই দিনে জিতল দক্ষিণ আফ্রিকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে অল্পতেই ইংল্যান্ডকে থামিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসও ইংলিশদের মাথা তুলে দাঁড়াতেই দিল না প্রোটিয়ারা। বোলিং দাপটে মাত্র আড়াই দিনেই লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
সিরিজের প্রথম টেস্টে গতকাল শুক্রবার ইংল্যান্ডকে ইনিংস ও ১২ রানে হারায় প্রোটিয়ারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ডিন এলগারের দল।
টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৬৫ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা ও আনরিক নরকিয়ার বোলিংয়ে টিকতেই পারল না ইংল্যান্ড। দলের পক্ষে একাই শুধু টিকে ছিলেন ওলে পোপ। এ ছাড়া বাকিরা ব্যাট হাতে টিকতে পারেনি।
বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩২৬ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। এরপর দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাটিং করাতে হলে ইংল্যান্ডকে করতে হতো ১৬১ রান। কিন্তু এই রানও করতে পারল না ইংলিশরা।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড থেমে যায় আরও অল্পতে। দ্বিতীয় ইনিংসে তারা থেমে যায় ১৪৯ রানে। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
ক্রিকেট তীর্থস্থান লর্ডসে এই নিয়ে মাত্র চতুর্থবার ইনিংস ব্যবধানে হারের স্বাদ পেল ইংল্যান্ড। ২০০৩ সালে সবশেষটিও ছিল এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী বৃহস্পতিবার ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৬৫
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২৬ (আগের দিন ২৮৯/৭) (ইয়ানেসেন ৪৮, রাবাদা ৩, নরকিয়া ২৮*, এনগিডি ০; অ্যান্ডারসন ১৮-৩-৫১-১, ব্রড ১৯.১-৩-৭১-৩, পটস ২০-২-৭৯-২, স্টোকস ১৮-৩-৭১-৩, লিচ ১৪-৩-৪২-১)।
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৭.৪ ওভারে ১৪৯ (লিস ৩৫, ক্রলি ১৩, পোপ ৫, রুট ৬, বেয়ারস্টো ১৮, স্টোকস ২০, ফোকস ০, ব্রড ৩৫, পটস ১, লিচ ০*, অ্যান্ডারসন ১; রাবাদা ৮-২-২৭-২, এনগিডি ৭-২-১৫-১, মহারাজ ১২-০-৩৫-২, নরকিয়া ৭-১-৪৭-৩, ইয়ানসেন ৩.৪-০-১২-২)
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে প্রথমটির পর ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
ম্যান অব দ্য ম্যাচ: কাগিসো রাবাদা।
এসএ/