রাজধানীতে হঠাৎ বৃষ্টি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

নিজস্ব
প্রতিবেদক: রাজধানীসহ
দেশের কয়েকটি স্থানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর
আকাশ ছিল মেঘে ঢাকা। বিকেল ৪টা থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও তা বর্ষার
মতন রূপ নেয়।
তবে রাতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে
বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন,
বুধবার বিকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে।
আগামীকালও এই আবহাওয়া থাকবে। ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ
বয়ে যেতে পারে। এরপর আবার কয়েক দিন বৃষ্টি হতে পারে।
এদিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত
শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক
জাযগায় হালকা বৃষ্টি অথবা গুঁডিগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে
সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, কুতুবদিয়া, বগুড়া
ও যশোরে সামান্য বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল
ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি
ধরণের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে।
ওআ/