সারাদেশে ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫


সারাদেশে ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
ফাইল ছবি।

আগামী ৫ আগস্ট (সোমবার) সারা দেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।


বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন জারি কার হয়।


আরও পড়ুন: কোটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে রূপালী ব্যাংক


এতে বলা হয়, ৫ আগস্ট সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হওয়ায় দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। জনসাধারণকে আগেভাগে আর্থিক লেনদেন ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সেরে ফেলার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এর আগে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হয়। সে অনুযায়ী দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংকগুলোতেও এদিন কার্যক্রম বন্ধ থাকবে।


উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, ভোট জালিয়াতি ও দমনপীড়নের বিরুদ্ধে জনরোষের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর এই দিনটিকে গণতান্ত্রিক বিজয়ের প্রতীক হিসেবে স্মরণ করছে দেশবাসী। সরকারিভাবেই দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।



এসডি/