ভারতে রেলে আগুন দিলেন চাকুরী প্রার্থীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে রেল বিভাগে নিয়োগে অনিয়মের অভিযোগে চাকরিপ্রার্থীরা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছেন। এসময় তারা রেলপথ অবরোধ করে স্টেশনে ভাঙচুরও চালান।
বুধবার (২৬ জানুয়ারি) বিহারের একটি রেল স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরে বিহারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগের পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগে বিক্ষোভ চলছিল। তবে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে এই বিক্ষোভ তীব্র আকার নেয়।
বুধবার দুপুর থেকে বিহারের গয়া স্টেশনে সহিংস বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ আসলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। স্টেশনেও ভাঙচুর চালায়। অবরোধ করে রাখে রেলপথ। এতে রেল চলাচল চরম ব্যাহত হয়েছে।
বিক্ষোভের মূল কারণ হিসেবে আন্দোলনকারীদের বরাত দিয়ে এনডিটিভি জানান, ২০১৯ সালে বিজ্ঞপ্তি জারি হলেও এ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে জানায়নি কর্তৃপক্ষ। এমনকি প্রথম পরীক্ষার ফলও প্রকাশ হয়নি। সরকার তাদের ‘ভবিষ্যত নিয়ে খেলছেন’ বলেও অভিযোগ করেছেন তারা। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে এই বিক্ষোভের প্রসঙ্গ তুলে বিহার সরকার এবং কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী। বুধবার ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে খুদে ব্লগিং সাইট টুইটে তিনি লিখেছেন, প্রত্যেক তরুণের নিজেদের অধিকারের জন্য সোচ্চার হওয়ার স্বাধীনতা রয়েছে। আর এটা যারা ভুলে যান, তাদের মনে রাখা উচিত, দেশে এখনও প্রজাতন্ত্র আছে, গণতন্ত্র ছিল, গণতন্ত্র থাকবে।
আরএস