আমরা কেউ ক্লাস ফোর-ফাইভের ছাত্র না : সাকিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

টি-২০ ফরম্যাটে জাতীয় দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ দিয়েই নিজের অধিনায়কত্বের আরেকটি অধ্যায় শুরু করবেন তিনি। প্রতিযোগিতায় যাওয়ার আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আলো ছড়িয়েছেন টাইগার অলরাউন্ডার। যেখানে বেশ কিছু ব্যাপারে খোলামেলা কথা বলেছেন সাকিব।
সোমবার (২২আগস্ট) সংবাদ সম্মেলনে সাফ বলে দিলেন, ‘দেখুন, এখানে ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না। কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস করি। এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না।’
গত কিছুদিন ধরেই বদলে যাওয়ার একটা স্লোগান চলছে বাংলাদেশ ক্রিকেটে। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে দেশের ক্রিকেটকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। তবে এমন কথা খুব একটা ভাল লাগছে না সাকিবের। টি-টোয়েন্টির নেতৃত্বে আসা সাকিব
সাকিব দীর্ঘদিন ধরে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে কী করতে হবে সেটা ভাল করেই জানেন। তাইতো বিসিবিকেও শুনিয়ে দিলেন, ‘যেটা হচ্ছে যে, সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনে করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে।’
আরএক্স/