দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

আসন্ন এশিয়া কাপে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা।
এর আগে মঙ্গলবার বিকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন সাকিব বাহিনী। এসময় ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি বাংলাদেশ স্কোয়াডের অন্যতম দুই সদস্য এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। সব কিছু ঠিক থাকলে তাদের দেশ ছাড়ার কথা রয়েছে
আজ বুধবার।
২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপের মহারণ। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগষ্ট আফগানিস্তানে বিপক্ষে। এবার হেড কোচ ছাড়াই এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নিতে গেছে বাংলাদেশ।
রাসেল ডোমিঙ্গকে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। আপাতত জেমি সিডন্সই দেখভাল করবেন টি-টোয়েন্টি দল। মঙ্গলবার দলের কোচিং স্টাফ, ক্রিকেটার সহসবাই দুবাই গেলেও ভাগ্য খারাপ ছিল দুজনের। ভিসা জটিলতায় এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ যেতে পারেননি দলের সাথে। আজ তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬ দল। প্রথম পর্বে দুই গ্রুপে ৩টি করে দল খেলবে। প্রতি গ্রুপের দুই শীর্ষ দল খেলবে সুপার ফোরে। সেখানে দু’বার করে খেলা হবে সবার। শীর্ষ ২ দল খেলবে ফাইনালে।
আরএক্স/