চ্যাম্পিয়নস লিগে ‘মৃত্যুকূপে’ বার্সেলোনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চ্যাম্পিয়নস লিগে ‘মৃত্যুকূপে’ বার্সেলোনা

২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তুরস্কের ইস্তানবুলে এবারের ড্র অনুষ্ঠিত হয়। নতুন মৌসুমেও কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। যাদের কাছে হেরে গেল দুই আসরে বিদায় নিতে হয়েছিল সেই বায়ার্ন মিউনিখের সঙ্গেই গ্রুপ 'সি' তে পড়েছে কাতালান ক্লাবটি।

যেখানে সহজ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ। 'এফ' গ্রুপে পড়া রিয়ালের তিন প্রতিপক্ষ লাইপজিগ, শাখতার দোনেৎস্ক, সেল্টিক। মেসি-নেইমারদের পিএসজিও পড়েছে অপেক্ষাকৃত সহজ গ্রুপে।

দেখে নিন কোন গ্রুপে কারা রয়েছে।

গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স।

গ্রুপ বি: পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বায়ের লেভারকুসেন, ক্লাব ব্রাগ।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লাজেন।

গ্রুপ ডি: ফ্র্যাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং, মার্সেই।

গ্রুপ ই: এসি মিলান, চেলসি, সালসবার্গ, ডায়নামো জাগ্রেব।

গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লিপজিগ, শাখতার ডনেস্ক, সেল্টিক।

গ্রুপ জি: ম্যাঞ্চেস্টার সিটি, সেভিয়া, বুরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।

গ্রুপ এইচ: প্যারিস সঁ জঁ, জুভেন্টাস, বেনফিকা, মাক্কাবি হাইফা।

আরএক্স/