এশিয়া কাপে পাল্টেছে শ্রীলঙ্কার জার্সির ডিজাইন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ফেয়ার প্লে নিউজ দলের অফিসিয়াল স্পন্সর হয়ে যাওয়ায় এশিয়া কাপে নতুন জার্সির ডিজাইন পরবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, “আমরা এশিয়া কাপের সময় জাতীয় দলের অফিসিয়াল স্পনসর হিসাবে ফেয়ার প্লে নিউজকে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং খেলার উন্নয়নকে আরও এগিয়ে নিতে এই অংশীদারিত্বের জন্য উন্মুখ।
ফেয়ারপ্লে নিউজের পরিচালক বলেন, “শ্রীলঙ্কা ক্রিকেট দলের স্পন্সর হতে পেরে আমরা গর্বিত। এই অ্যাসোসিয়েশন আমাদের ক্রিকেটের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দেবে। দাসান শানাকা এবং তার 20 সদস্যের স্কোয়াড ফেয়ারপ্লে নিউজের জার্সি পরবেন, ফেয়ারপ্লে স্পোর্টসের একটি বিভাগ, ইশা কাপে, ফেয়ারপ্লে নিউজ খেলাধুলার খবর এবং আপডেটের জন্য একটি ক্রমবর্ধমান জনপ্রিয় প্ল্যাটফর্ম।
মনে রাখা দরকার, এশিয়া কাপ মূলত শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে তা সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হয়। চলতি মাস থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ এবং ফাইনাল খেলা হবে ১১ সেপ্টেম্বর দুবাইয়ে।
আরএক্স/