বাংলাদেশ সব ম্যাচ জিতবে: পাপন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

এবারের এশিয়া কাপে জাতীয় দলের সঙ্গে আরব আমিরাতে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া তার সঙ্গে রয়েছেন বোর্ডের আরও কয়েকজন পরিচালক।
শনিবার (২৭ আগস্ট) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি টিম হোটেলে দলের খেলোয়াড়দের সঙ্গেই দেখেছেন পাপন।
দলের সাথে দেখা করে টিম হোটেলের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন নাজমুল হাসান পাপন।
এসময় তিনি বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, এটা হলো বড় কথা। আমরা প্রথম ম্যাচটাই জিততে চাই। যাতে করে আমরা ভালো অবস্থানে থাকি।’
তিনি আরো বলেন, ‘আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ভালো দল। আফগানিস্তানের সাথে আমাদের প্রথম খেলা। আমরা এটার উপরই বেশি মনোযোগী ছিলাম। ইনশাল্লাহ এটা যদি আমরা জিতে যাই, শ্রীলঙ্কার সাথেও আমরা জিতবো, সবগুলোই জিতবো। জেতাটাই বড় কথা।’
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে আফগানিস্তান। এই আফগানদের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই আফগানদের কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই বলেই সোজাসাপ্টা উত্তর নাজমুল হাসানের।
বলেন, ‘আফগানিস্তানকে ছোট করে দেখার কোনো কারণ নাই। আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালী দল। আমাদের সবচেয়ে ভালো দিক হলো আমাদের প্রত্যেকটা খেলোয়াড় অনেক আত্মবিশ্বাসী। আজকে এটাই মনে হলো।’
বিশ্বকাপের আগে এশিয়া কাপই বাংলাদেশের ছন্দে ফেরার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
পাপন বলেন, ‘এখান (খারাপ ফর্ম) থেকে বেরিয়ে আসার এটাই সুযোগ। মনে করেছি, এটাই একটা সুযোগ হবে। শুধু এশিয়া কাপটা ইম্পর্ট্যান্ট না আমাদের মাথায়, নেক্সট ওয়ার্ল্ড কাপ।’
ওআ/