শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো ভারত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ঠিক ১০ মাস ৫ দিন আগে এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপে নড়বড়ে শুরুটা হয়েছিল ভারতের। এশিয়া কাপে সেটা হতে দিল না রোহিতের দল। তবে এই জয়টা সহজ হয়নি ভারতীয়দের। স্নায়ুক্ষয়ী এই লড়াইয়ে শেষ ওভারে পাকিস্তানকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। তাতে বিশ্বকাপের সেই হারের শোধটাও তোলা হয়ে গেছে ভারতের।
পাকিস্তানের বিপক্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য শুরুতেই একটা ‘জয়’ তুলে নিয়েছিলেন। টসভাগ্যটা হেসেছিল তার পক্ষেই। যদিও একে তেমন গুরুত্ব দিতে নারাজ ছিলেন রোহিত। কেন, সে কারণটা তো তার দলের রান তাড়া করা দেখেই বোঝা হয়ে গেছে অনেকটা! একটু এদিক ওদিক হলেই যে ম্যাচটা জিতে যেতে পারত পাকিস্তানও!
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৪৮/৫ (১৯.৪ ওভারে)
আউট: ১/১ (লোকেশ রাহুল ০), ৫০/২ (রোহিত শর্মা ১২), ৫৩/৩ (বিরাট কোহলি ৩৫), ৮৯/৪ (সূর্যকুমার যাদব ১৮), ১৪১/৫ (রবীন্দ্র জাদেজা ৩৫) ।
পাকিস্তান: ১৪৭/১০ (১৯.৫ ওভারে)।
ব্যাটিং ও আউট: ১৫/১ (বাবর আজম ১০), ৪২/২ (ফখর জামান ১০), ৮৭/৩ (ইফতিখার আহমেদ ২৮), ৯৭/৪ (মোহাম্মদ রিজওয়ান ৪৩), ৯৮/৫ (খুশদীল শাহ ২), ১১২/৬ (আসিফ আলী ৭), ১১৪/৭ (মোহাম্মদ নাওয়াজ ১), ১২৮/৮ (শাদাব খান ১০), ১২৮/৯ (নাসিম শাহ ০), ১৪৭/১০ (শাহানাওয়াজ ধানি ১৬)।