ইরান ও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইরান ও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ইরান ও ব্রাজিলের রাষ্ট্রদূতের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনে পৃথক দুটি অনুষ্ঠানে  রাষ্ট্রপতি দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করেন। তারা হলেন- ইরানের মনসুর চাভোশি এবং ব্রাজিলের পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

সোমবার (২৯ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ইরান ও ব্রাজিলের রাষ্ট্রদূতরা দুদেশের পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান।

পরিচয়পত্র জমা দেওয়ার পরপরই ইরানের রাষ্ট্রদূত রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। এখানে তাদের নিজ নিজ দায়িত্ব পালনের সময় দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরান ও বাংলাদেশের সংস্কৃতি এবং ইতিহাসের অনেক মিল রয়েছে। এবং বাংলাদেশ ও ইরানের  রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ এবং ওআইসিতে জোরালো সমর্থনের জন্য ইরানকে ধন্যবাদ জানান । 

পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও ভবিষ্যতে যাতে এই সম্পর্ক আরও বৃদ্ধি পায় দু“দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রদূতদ্বয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিএম/